Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ ০২ মে ২০২১ তারিখের অন লাইন ক্লাসের তথ্যেও রাউজান উপজেলা বাংলাদেশের শীর্ষে।
বিস্তারিত

 লক ডাউন চলছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্ত থেমে নেই শিক্ষা কার্যক্রম। শিক্ষা বান্ধন শিক্ষকেরা চালিয়ে যাচ্ছে অন লাইন ক্লাস। কেউ জুমে, কেউ হোয়াটস এপে,কেউ ফেইসবুক গ্রুপে,কেউবা ফেইসবুক পেইজে। এই সকল ক্লাসকে শিক্ষক বাতায়ন নিচ্ছে  তার বাতায়নে। শিক্ষকেরা তাদের নেয়া অন লাইন ক্লাস শেয়ার দিচ্ছেন তাদের স্ব স্ব প্রোফাইলে অন লাইন ক্লাস হিসেবে। শিক্ষক বাতায়নও এই হিসেব রাখছে খুবই নিরুপুন ভাবে। তালিকা প্রকাশ করে যাচ্ছে  প্রতিনিয়ত। প্রকাশ করছে ৬৪ টি জেলা ভিত্তিক টপ টেন তালিকা। এমনকি জাতীয় তালিকাও প্রকাশ করছেন অত্যন্ত সফলতার সাথে।

                 তালিকায় আজ ২ মে পর্যন্ত সাত দিনের  হিসেব অনুযায়ী তথ্যে দেখা যায় রাউজান উপজেলার একজন শিক্ষিকা প্রথম অবস্থানে রয়েছেন। তিনি শিবানী চক্রবর্তী। চতুর্থ অবস্থানে রয়েছেন রুম্পী চৌধুরী। উভয়েই রাউজান উপজেলার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। অপর জন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের মোঃ নেয়ামত উল্লাহ। তিনি সপ্তম স্থানে। আরো রয়েছে মহামুনি এং লো-পালি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাসরিন আকতার। তিনি ১০ম স্থানে। জাতীয় জাতীয় পর্যায়ের টপ টেন এর মধ্যে চার জনই রাউজান উপজেলার।

                অপরদিকে চট্টগ্রাম জেলার টিপ টেন এর মধ্যে দশ জনই রাউজান উপজেলার। এখানে রয়েছে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের চারজন যথাক্রমে শিবানী চক্রবর্তী, রুম্পি চৌধুরী, সোমা কানুন গো ও কাবেরী চক্রবর্তী, হারপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই জন যথাক্রমে ঊর্মী দেভী ও ঊর্মী কনা বড়ুয়া,চুয়েট স্কুল এন্ড কলেজের দুই জন  মোঃ নেয়ামত উল্লাহ ও মোহাম্মদ নাঈম উদ্দিন আকবর এবং গুজরা শ্যামাচরন উচ্চ বিদ্যালয়ের পিংকি শীল।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/05/2021
আর্কাইভ তারিখ
01/06/2021